দেশের বর্তমান প্রেক্ষাপট একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সংস্কৃতিতে মৌলিক ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কেবল একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব—এমন অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্টজনরা।
গত শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা ২০২৬ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনপ্রিয় অভিনেতা সৈয়দ শুভ্র, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সমাজ উন্নয়নকর্মী ও রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, নারী উদ্যোক্তা ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি এবং সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
বক্তারা বলেন, সংস্কৃতি মানুষের মনন ও মূল্যবোধকে শাণিত করে। মানবিকতা, সহনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই সহিংসতা, বিভাজন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য, শিক্ষাবিদ প্রফেসর ড. আনিসুজ্জামান। শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও এক ভিডিও বার্তায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং নিজের সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন।
আবৃত্তিকার সবুজ রায় ও সৌখিন আজিজ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনের হাতে “সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা ২০২৬” তুলে দেওয়া হয়।
বাংলাদেশ বেতারসহ বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশন থেকে প্রাপ্ত বহুমাত্রিক তথ্য এবং অনুপ্রেরণা ব্যবহার করে, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের ভাগ্য পরিবর্তন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিশেষ অবদান রাখায় “সমাজসেবা” ক্যাটাগরিতে পদক লাভ করেন জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)। তার হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সৈয়দ শুভ্র সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
সংবাদ প্রেরক,
মুহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।


No comments:
Post a Comment