১০ সেপ্টেম্বর ২০২৫,
বুধবার ছিলো
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিলেট অ্যামেচার রেডিও এসোসিয়েশন (সারা) এর সাংগঠনিক সম্পাদক, হ্যাম রেডিও অপারেটর মোহাম্মদ দিদারুল আলম
(দিদারুল ইকবাল
:
S21DAL - সিয়েরা ২১ ডেলটা আলফা লিমা) এর ৪৬তম জন্মদিন। তবে
জন্মদিনটি শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ড শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় পালন করা হবে।
দিদারুল ইকবালের জন্মদিন উপলক্ষে অ্যামেচার রেডিও কলসাইন “S21DAL
- Sierra 21 Delta Alpha Lima” দিয়ে বানানো এটি প্রথম ব্যানার।
তাছলিমা
আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।