সিলেট অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (সারা) এর উদ্যোগে অ্যামেচার/হ্যাম রেডিও অ্যান্টেনা তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যেখানে বাতিল সরঞ্জাম ব্যবহার করে অ্যান্টেনা তৈরি করা এবং দুর্গম জায়গায় বেতার তরঙ্গ খুঁজে বের করার কৌশল শেখানো হয়।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) সিলেট শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকায় এই অ্যান্টেনা তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন, হ্যাম রেডিও অপারেটর ও সিলেট অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (সারা) এর সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (সারা) এর সভাপতি ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES), সাংগঠনিক সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL), সদস্য মন্জু কান্তি সিনহা (S21USA) ও মাহাদি হাসান (২০২৫ অ্যামেচার রেডিও পরীক্ষায় উত্তীর্ণ), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল প্রমুখ।
অ্যান্টেনা রেডিওর অতীব গুরুত্বপূর্ণ একটি অংশ, যত শক্তিশালী রেডিও রিসিভার হোক না কেন অ্যান্টেনা ভালো না হলে কাঙ্খিত ফলাফল পাওয়া সম্ভব নয়। অপরদিকে কার্যকর অ্যান্টেনা ব্যবহার করলে দুর্বল রেডিও থেকেও ভালো ফলাফল পাওয়া সম্ভব। এইকর্মশালায় অ্যান্টোনা কি? ৩টি মৌলিক ধরনের অ্যান্টোনা বিশেষ করে ডাইপোল অ্যান্টেনা, লুপ অ্যান্টেনা এবং ইয়াগি-উদা অ্যান্টেনা কি? এগুলো কিভাবে কাজ করে, এর ব্যবহার, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। অ্যান্টেনা কী দিয়ে তৈরি ও এর বিভিন্ন যন্ত্রাংশ বিশেষ করে ট্রান্সসিভার/রেডিও (বেস স্টেশন বা হ্যান্ডহেল্ড/ওয়াকিটকি), রেডিও এবং অ্যান্টেনার মধ্যে সংকেত গ্রহণ ও প্রেরণের কোক্সিয়াল কেবল, কোট হ্যাঙ্গার, নাট-বোল্ট, কানেক্টর, কপার পাইপ, অ্যান্টেনা পোল, রেঞ্চ বা প্লায়ার্স, তার কাটার যন্ত্র, স্ক্রু ড্রাইভার ও ড্রিল, সোল্ডারিং আয়রন, অ্যান্টেনা অ্যানালাইজার, অ্যান্টেনা টিউনার এবং অন্যান্য প্রয়োজনীয় টুল ও যন্ত্রাংশের সাথে পরিচয় করি দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি অবস্থায় যখন প্রচলিত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, তখন হ্যাম রেডিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। অ্যামেচার রেডিও বা হ্যাম রেডিও অপারেটরদের এক স্টেশন থেকে অন্য স্টেশনে কিংবা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিগন্যাল প্রেরণ এবং গ্রহণের সময় বিভিন্ন ধরনের অ্যান্টেনার প্রয়োজন হয়। হ্যামরা সাধারণত এসব অ্যান্টেনা নিজেরাই তৈরি করেন। এতে খরচ যেমন কম হয়, তেমনি হ্যামদের দক্ষতারও উন্নয়ন হয়।
অ্যামেচার/হ্যাম রেডিও অ্যান্টেনা তৈরি কর্মশালার মিডিয়া পার্টনার ছিলো সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
বার্তা প্রেরক,
মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব (S21ATV)
প্রচার সম্পাদক
সিলেট এ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (সারা)।
No comments:
Post a Comment