HAM - SOUTH ASIA RADIO CLUB, BANGLADESH *Amateur Radio Service Certificate No: 2023/1100218, License No: 14.32.0000.501.42.030.23, Call Sign: S21DAL

Friday, July 28, 2023

শাহপরানে রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালকে সংবর্ধনা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অধীনে স্পেকট্রাম মনিটরিং বিভাগ কর্তৃক আয়োজিত “এ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তি পরীক্ষা ২০২৩”-এ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  

শুক্রবার (২৮ জুলাই ২০২৩) সিলেট সদর, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেট।  

ক্লাবের সাধারণ সম্পাদক মো. জুনেদ আহমদ চৌধুরীর পরিচালনায় এবং সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর নবনির্বাচিত ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: জয়নাল আবেদীন এবং ৩৪-৩৫ ও ৩৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হাজেরা বেগম।  

অনুষ্ঠান শেষে দিদারুল ইকবালের হাতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেট এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশেষ অতিথি দুই কাউন্সিলরসহ ক্লাবের নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও সদস্য লাবীব ইকবাল, লাক্কাতুরা চা বাগান শাখা সিলেটের সভাপতি বিক্রম রায় ও সাধারণ সম্পাদক সুনীল দাস, জৈন্তাপুর খাঁন চা বাগান শাখার সভাপতি নরেশ কুর্মী ও সহ-সভাপতি লোচন বাড়াইক, শাহপরান শাখার সহ-সভাপতি মো. আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, সদস্য আব্দুল বারী, অর্পিতা দেবনাথ শান্তা, আবির দে, সুইটি দেব, নার্গিস জাহান ইমা, জুবায়ের খান জয় ও মাহফুজুর রহমান, ওয়ার্ডবাসীদের মধ্যে মো. আফজল চৌধুরী, নিখিলেশ চন্দ্র দেব, বাসু লাল দে, আ. সালাম, ঋষভ দেব, সুবেদুর রহমান মুনা, হৃদয়ে জকিগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বার্তা প্রেরক,

 

মো. ময়নুল হক

যুগ্ম সম্পাদক

সাউথ এশিয়া রেডিও ক্লাব- শাহপরান শাখা, সিলেট

 

প্রকাশিত সংবাদের লিংক:

(০১) সিলেটের জমিন (অনলাইন) / ২০২৩-০৭-৩০ ০৭:১৭:৪০ /  

https://sylheterzamin.com/news-details.php?nid=2023

(০২)

 

(০৩)

 

(০৪)

 

Monday, July 3, 2023

বিটিআরসি’র হ্যাম রেডিও লাইসেন্স প্রাপ্তি পরীক্ষায় দিদারুল ইকবাল উত্তীর্ণ হওয়ায় চট্টগ্রামে সংবর্ধনা

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অধীনে স্পেকট্রাম মনিটরিং বিভাগ কর্তৃক আয়োজিত “এ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তি পরীক্ষা ২০২৩”-এ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় বেতার
শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (০৩/০৭/২০২৩) বিকেলে চট্টগ্রামের শুলকবহরে যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম জেলা শাখা, বাকলিয়া থানা শাখা এবং দূরবীন মিডিয়া ফাউন্ডেশন, চট্টগ্রাম।

কেন্দ্রীয় ক্লাবের মহাসচিব ও রাউজান প্রেসক্লাবের সদস্য নুর মোহাম্মদ এর পরিচালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সম্পাদক ও দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদ হায়দার জীবন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম বাকলিয়া থানা শাখার সভাপতি রহমত উল্ল্যাহ, চট্টগ্রাম জেলা শাখার সদস্য মো. মোবারক হোসেন ভূঁইয়া, লায়ন মো. সোহেল রানা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার উৎপল কান্তি দাশ।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ইভিপি কে এম কামরুল আহসান, বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রামের শিক্ষক মো. আওরঙ্গজেব, মো. আব্দুল জাব্বার, মো. রবিন, খালেদ মাহমুদ, মো. রাসেল, মো. হেলাল উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি দিদারুল ইকবালকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- বাকলিয়া থানা শাখা এবং দূরবীন মিডিয়া ফাউন্ডেশন, চট্টগ্রামের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দিদারুল ইকবাল এ্যামেচার বা হ্যাম রেডিও কি এবং এর কাজ কী? যে কোন দুর্যোগে এ্যামেচাররা কিভাবে কাজ করে এবং কিভাবে এর লাইসেন্স পেতে হয় এসব বিষয়ে তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়া সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ পৃথিবীব্যাপী কিভাবে বেতারের প্রচার-প্রসার-গণসচেতনতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছে তাও তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা, বর্তমান বাংলাদেশ বেতারের কার্যক্রম, আন্তর্জাতিক বেতার বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার, বিবিসি, ভয়েস অব আমেরিকা, ডয়চে ভেলে, রেডিও রাশিয়া, রেডিও জাপান, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও রোমানিয়া, রেডিও চেক রিপাবলিক, রেডিও তেহরান সহ ইত্যাদি বেতার শ্রোতাদের নিয়ে কীধরনের অনুষ্ঠান পরিবেশন করে থাকে তা নিয়ে কথা বলেন এবং আগামীতে চট্টগ্রামে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সাংগঠনিক ভাবে আরো কিভাবে এগিয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক . মির শাহ আলম, উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত প্রফেসর . বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।

 

প্রকাশিত সংবাদের লিংক:

(০১)

 

(০২)

 

(০৩)

 

Sunday, July 2, 2023

রাউজানে এ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় দিদারুল ইকবালকে সংবর্ধনা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর অধীনে স্পেকট্রাম মনিটরিং বিভাগ কর্তৃক আয়োজিত “এ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তি পরীক্ষা ২০২৩”-এ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (০২/০৭/২০২৩) বিকেলে কাদের বিল্ডিং, মাস্টার দা সূর্যসেন চত্বর, রাউজান, চট্টগ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা শাখা, চট্টগ্রাম।

কেন্দ্রীয় ক্লাবের মহাসচিব ও রাউজান প্রেসক্লাবের সদস্য নুর মোহাম্মদ এর পরিচালনায় এবং ক্লাবের রাউজান শাখার সভাপতি ও রাউজান প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মিলন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণ ও কালের কন্ঠের রাউজান প্রতিনিধি জাহেদুল আলম এবং রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বদেশ ও দৈনিক যুগান্তরের রাউজান প্রতিনিধি তৈয়ব চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. চিত্ত রঞ্জন বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সম্পাদক মাহমুদ হায়দার জীবন, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি শাহ মুহাম্মদ ইউনুছ আনছারী, বাকলিয়া শাখার সভাপতি রহমত উল্ল্যাহ, চট্টগ্রাম শাখার সদস্য মো. আমান উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, মো. এরশাদ উল্লাহ, মো. আজাদ, মো. জাহাঙ্গীর আমিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের রাউজান শাখার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি দিদারুল ইকবালকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দিদারুল ইকবাল এ্যামেচার বা হ্যাম রেডিও কি এবং এর কাজ কী? যে কোন দুর্যোগে এ্যামেচাররা কিভাবে কাজ করে এবং কিভাবে এর লাইসেন্স পেতে হয় এসব বিষয়ে তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়া সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ পৃথিবীব্যাপী কিভাবে বেতারের প্রচার-প্রসার-গণসচেতনতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছে তাও তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা, বর্তমান বাংলাদেশ বেতারের কার্যক্রম, আন্তর্জাতিক বেতার বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার, বিবিসি, ভয়েস অব আমেরিকা, ডয়চে ভেলে, রেডিও রাশিয়া, রেডিও জাপান, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ইন্দোনেশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, রেডিও রোমানিয়া, রেডিও চেক রিপাবলিক, রেডিও তেহরান সহ ইত্যাদি বেতার শ্রোতাদের নিয়ে কীধরনের অনুষ্ঠান পরিবেশন করে থাকে তা নিয়ে কথা বলেন এবং আগামীতে রাউজানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সাংগঠনিক ভাবে আরো কিভাবে এগিয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক . মির শাহ আলম, উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত প্রফেসর . বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।


 

প্রকাশিত সংবাদের লিংক:

(০১)

 

(০২)

 

(০৩)

Radio Phonetic Alphabet

World Amateur Radio Day 2024 : S21DAL

Amateur Radio Activist, Sylhet

3rd HAM Meeting of Sylhet Division (25-08-2023)

2nd HAM Meeting of Sylhet Division (18-08-2023)

1st Meeting of HAM Friends of Sylhet Division

1st Meeting of HAM Friends of Sylhet Division
30 July 2023

Didarul Iqbal with Certificate for Amateur Radio Licence 2023

Didarul Iqbal in front of BTRC Office

Certificate for Amateur Radio Licence

Certificate for Amateur Radio Licence
Mohammed Didarul Alam

Reception from SARC- Shahparan Branch (5th)

Reception from SARC- Shahparan Branch (5th)

Congratulations DI for Passing the HAM Exam'23

Congratulations DI for Passing the HAM Exam'23
Mohammed Didarul Alam Passing the Amateur Radio Licence Exam 2023

Result for the Amateur Radio License Exam 2023

Result for the Amateur Radio License Exam 2023
Mohammed Didarul Alam, BTRC Exam Rool No.: 1100218

Certificate of Adventure Amateur Radio Day 2023

Certificate of Adventure Amateur Radio Day 2023
Md. Didarul Alam, Chairman, South Asia Radio Club (SARC) Bangladesh

Notice of Amateur Radio License Exam 2023

New Office of BTRC