বুধবার (২৮/০৬/২০২৩) সকালে সিলেটের লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেট। ক্লাব সভাপতি বিক্রম রায় এর পরিচালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়র পরিষদের ৭-৮-৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার দিপালী গোয়ালা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান শাখার সাধারণ সম্পাদক সুনিল দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান শাখার উপদেষ্টা জয় দাস, জৈন্তাপুর খাঁন চা বাগান শাখার সহ-সভাপতি লোচন বাড়াইক।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেট এর সদস্য জীবন দাস, খোকন দাস, শ্যামল দাস, মলিন দাস, রিপন রায়, স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে সুসমিতা আচার্য্য, পুর্নতা লোহার, ঋতু আচার্য্য, বৃষ্টি লোহার, স্পর্শা দাস, নয়ন লোহার, ইমন লোহার, নিশিতা লোহার, ঋতিক দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের লাক্কাতুরা চা বাগান শাখার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি দিদারুল ইকবালকে ফুলের মালা পড়িয়ে ও তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দিদারুল ইকবাল এ্যামেচার বা হ্যাম রেডিও কি এবং এর কাজ কী? যে কোন দুর্যোগে এ্যামেচাররা কিভাবে কাজ করে এবং কিভাবে এর লাইসেন্স পেতে হয় এসব বিষয়ে তার বক্তব্যে তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মির শাহ আলম তার বক্তব্যে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ পৃথিবীব্যাপী কিভাবে বেতারের প্রচার-প্রসার-গণসচেতনতাবৃদ্ধিতে কাজ করে যাচ্ছে তা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তরা আগামীতে লাক্কাতুরা চা বাগানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সাংগঠনিক ভাবে আরো কিভাবে এগিয়ে যেতে পারে তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা এবং মহাসচিব নুর মোহাম্মদ।
প্রকাশিত সংবাদের লিংক:
(০১) দৈনিক কাজির বাজার / সিলেট / ২০২৩-০৭-০৪ খ্রি.
(০২) দৈনিক বাংলাদেশের আলো / ঢাকা / ২০২৩-০৭-০৫ খ্রি.
(০৩)